মনন বিকাশে বেঙ্গল ফাউন্ডেশনের কর্মপ্রবাহের ধারাবাহিকতায় রুচিশীল পাঠক তৈরির লক্ষ্যে
শিল্প-সাহিত্য-সংস্কৃতির
মিলন-আবহে ১৪ নভেম্বর ২০১৭ তে লালমাটিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে বই বিপণি বেঙ্গল বই।
বেঙ্গল বই এর দোতলা ও তিনতলাজুড়ে আছে দেশি-বিদেশি বই। নিচতলায় সব শ্রেণির পাঠকের জন্য আছে পুরনো বই ও
ম্যাগাজিন, সঙ্গে চা। দোতলায় নিভৃতে বসে বই পড়ার জন্য রয়েছে আধুনিক ক্যাফে। বারান্দায় বসে কফি খেতে খেতে
গল্প করা যাবে।
প্রবীণদের জন্য রয়েছে বইয়ে বিশেষ ছাড় এবং বাগানে বসে আড্ডা দেওয়ার পরিবেশ। ভবনের তিনতলার প্রায় পুরোটাই
শিশুদের জন্য। শিশুবান্ধব পরিবেশে বইপড়া ছাড়াও গল্পবলা, আবৃত্তি, ছবি দেখা ও আঁকাআঁকির মধ্য দিয়ে শিশুদের
স্বপ্ন ও কল্পনার জগৎ লালিত হবে এ প্রত্যাশা আমাদের। এখানে বইয়ের পাশাপাশি থাকছে লেখাপড়ায় সহায়ক নানা
আকর্ষণীয় সামগ্রী।
বেঙ্গল বই-এ নিয়মিত পাঠচক্র, কবিতা পাঠের আসর, নতুন লেখা ও লেখকের সঙ্গে পরিচিতিমূলক সভা, প্রকাশনা উৎসব,
চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন থাকছে। ছুটির দিনগুলোয় প্রিয়জনদের নিয়ে বাগানে বসে চলতে পারে
আড্ডা।
ঠিকানাঃ
বাসা ৪২ . রোড ২৭, শেখ কামাল সরনি, ঢাকা ১২০৯
যোগাযোগ ০১৮৪৪ ০৫০৬৭৬
bengalboi.com
www.instagram.com/bengalboi
www.twitter.com/bengalboidhaka